Header Ads

Header ADS

গ্ল্যামার ওয়ার্ল্ডে চাকুরী, হয়ে উঠুন সংবাদ পাঠক

 

 নাম, যশ, অর্থ আর গ্ল্যামার একসঙ্গে পেতে  চাইলে ক্যারিয়ার অপশন হিসেবে  বেছে নিতে পারেন টেলিভিশনকে। বৈদ্যুতিক মাধ্যমের গুরুত্বপূর্ণ অংশ  নিউজ চ্যানেল, যেখানে সংবাদ সম্প্রচার করা হয়।বেতারে খবর পড়তে হয়, টেলিভিশনে খবর বলতে হয়। এই  জন্য বর্তমানে সংবাদ পাঠক-পাঠিকাদের বলা হয় ‘নিউজ কাস্টার’।দেশে ইলেক্ট্রনিক মিডিয়ার প্রসার বৃদ্ধি পাচ্ছে। ফলে এ সেক্টরে বাড়ছে কাজ করার সুযোগ। প্রায় শুরু থেকেই সেক্টরটির প্রতি তরুণদের অনেক আগ্রহ ।  সংবাদ চ্যানেলে এই পদে লোক নিয়োগ দেওয়া হয়ে থাকে।
 পদের জন্য যোগ্যতাঃ
  • স্ক্রিন পার্সোনালিটি
  • খবর গুছিয়ে বলার ক্ষমতা
  • ভালো কণ্ঠস্বর ও নির্ভুল উচ্চারণ
  • যথার্থ নিউজ সেন্স
একজন সংবাদ পাঠিকার বাচনভঙ্গি, উচ্চারণ, শিক্ষাগত যোগ্যতা, উপস্থিত বুদ্ধি এবং সাম্প্রতিক বিষয় সম্বন্ধে ধারণা থাকা অতীব জরুরি। আপনাকে সব সময় মাথায় রাখতে হবে যে বিভিন্ন মানসিকতার দর্শক আপনাকে দেখছে। আপনার উচ্চারণ ও বাচনভঙ্গি যদি ভালো না হয় অথবা কথায় আঞ্চলিক টান থাকে তাহলে পুরো উপস্থাপনটাই নষ্ট হয়ে  যাবে। 

আর যেহেতু খবর  সরাসরি সম্প্রচার করা হয় সেহেতু অনেক টেকনিক্যাল সমস্যা থাকতে পারে, অনেক ভুল হতে পারে তখন একজন সংবাদ পাঠকের উপস্থিত বুদ্ধি বেশ কাজে দেয়। কারণ ওই মুহূর্তটা পুরোপুরি নির্ভর করে সংবাদ পাঠকের উপর। খবরের মধ্যেই হঠাৎ করে কোনো ব্রেকিং নিউজ হতে পারে তখন কোনো স্ক্রিপ্ট ছাড়াই খবরটি পড়ে যেতে হবে। তাই সাম্প্রতিক বিষয় সম্বন্ধে ধারণা থাকলে বিষয়টি খুব সহজ হয় তার জন্য। 

কারা এই পেশায় আসতে পারেনঃ

 বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়াকালীন যে কোনো তরুণ-তরুণী এই পেশায় আসতে পারেন। সংবাদ উপস্থাপনার টেকনিক্যাল বিষয়গুলো জানতে হয়। সমকালীন বিশ্ব সম্পর্কেও সম্যক কৌতূহল থাকতে হবে। সংবাদ কৌতূহলীরা এই পেশায় খুব ভালো করেন।

এই পেশা বেছে নেয়ার সুবিধা: যদিও এই পেশাটি খুবই প্রতিযোগিতামূলক, তবে নিজেকে যোগ্য করে তোলার মাধ্যমে সংবাদ উপস্থাপক হিসেবে সুনাম করা যায়। কেউ কেউ পার্টটাইম হিসেবে সংবাদ উপস্থাপন আবার কেউ ফুলটাইম কাজ করছেন।

সংবাদ পাঠকের বেতনঃ

► চ্যানেল বুঝে মাসে ন্যূনতম ১২-২৫ হাজার টাকা বেতন হতে পারে। তবে বিবিসি বা আন্তর্জাতিক গণমাধ্যমের নিউজ উপস্থাপকদের স্যালারির পরিমাণ এর কয়েকগুণ বেশি। ৬ মাস বা এক বছর পরে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে ৩০ থেকে ৬০ হাজার অধিক হতে পারে। অন্য চাকরির মতো এক্ষেত্রেও দক্ষতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেতন কাঠামোর পরিবর্তন হয়।

ব্যক্তিগত জীবনে সংবাদ পাঠক পেশার প্রভাব

প্রতিটি মানুষের কর্মজগৎ ভিন্ন। তাদের কাজের ধরনও ভিন্ন। একজন নারী যখন অন্য কোনো পেশায় জড়িত থাকেন তখন  তাকে দিনের অনেকটা সময় পরিবারের বাইরে কাটাতে হয়। এক্ষেত্রে সংবাদ উপস্থাপন পেশাটি নারীদের জন্য বেশ উপযোগী। তাকে অনেকটা সময় অফিসে পার করতে হয় না। তিনি তার ব্যক্তিগত জীবন ও পরিবারে সময় দিতে পারে। সংবাদ পাঠক এর পাশাপাশি চাইলে অন্য পেশাতেও নিযুক্ত থাকতে পারেন। কারণ এখানে কোনো বাঁধাধরা সময় নেই। আর সপ্তাহে প্রতিদিন তাকে অফিসে ও আসতে হয় না।

একজন নতুন কিভাবে আসবেন এই "সংবাদ উপস্থাপনা" পেশায়? বুঝেশুনেই পা দেওয়া উচিত। সাংবাদিকতার ওপর বেসিক প্রশিক্ষণ নিতে হবে সবার আগে।
মনে রাখতে হবে , উপস্থাপক/ সংবাদ উপস্থাপক হতে চাইলে চেহারা বা গায়ের রং নয় , যোগ্যতাই আসল কথা।
  •  এইচ.এস.সি পাসের পরই সংবাদ পাঠক হিসাবে এপ্লাই করতে পারবেন।
  •  ১৬ থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত সংবাদ উপস্থাপক  পদে এপ্লাই করতে পারবেন।
  •  পার্টটাইম চাকরি হিসাবে পড়াশুনা বা অন্য চাকরির পাশাপাশিও "সংবাদ উপস্থাপনা" করা যায়
  • উপস্থাপক/ সংবাদ উপস্থাপক হতে চেহারা বা গায়ের রং নয় , যোগ্যতাই আসল কথা

No comments

Theme images by sebastian-julian. Powered by Blogger.