Header Ads

Header ADS

''' আমার গ্রাম ''''

'''--  আমার গ্রাম    ''''

আমার বাড়ি মনুরছড়া ,

চারদিকে আলোয় ভরা ।

বাড়ির পাশেই আছে নদী,
দেখবে তুমি আশতে যদি ।
আরও আছে সুন্দর খামার,
দেখতে যদি গ্রামটা আমার ।
সুইচ গেটটা পাশেই আছে,
দুর বেশি নয় অল্প কাছে ।
মাঠের মাঝে চাষী ভাই ,
গ্রামে অনেক বন্ধু পাই ।
শাসন আছে বারণ নাই,
গ্রামের জীবন প্রিয় তাই

No comments

Theme images by sebastian-julian. Powered by Blogger.